ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৬৯
অপরাধ ও সাজার অধ্যায়
হাড় ভাঙ্গার ক্ষেত্রে সম-বদলা নেই
(২৪৬৯) উমার রা. বলেন, হাড়ের ক্ষেত্রে আমরা সম-বদলা গ্রহণ করি না । (কেউ কারো হাড় ভেঙ্গে ফেললে বিচারে তার হাড় ভাঙ্গার বিধান দেওয়া হবে না, বরং ক্ষতিপূরণের বিধান দেওয়া হবে)।
كتاب الجنايات
عن عمر رضي الله عنه قال: إنا لا نقيد من العظام.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা যয়ীফ সনদে ইবন আব্বাস থেকেও অনুরূপ মতামত তিনি যয়ীফ সনদে সঙ্কলন করেছেন) । [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৭৩০২, ২৭৩০৩; ইবন হাজার, আদ দিরায়াহ ২/২৬৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান