ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৬৭
যুদ্ধের ময়দানে এক মুসলিম অন্য মুসলিমকে মুশরিক ভেবে হত্যা করলে
(২৪৬৭) আয়িশা রা. বলেন, উহুদ যুদ্ধের দিন ইবলীস চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের পেছন দিক সামলাও। তখন মুসলিম বাহিনীর সম্মুখভাগের যোদ্ধারা পেছন ফিরে যুদ্ধ শুরু করেন, এমনকি তারা (পেছনের যোদ্ধাদের মধ্যে থেকে) হুযাইফা ইবনুল ইয়ামানের পিতা ইয়ামান রা.কে হত্যা করেন । হুযাইফা বলেন, আমার পিতা! আমার পিতা! তবুও তারা তাকে হত্যা করে ফেলেন। তখন হুযাইফা রা. বলেন, আল্লাহ আপনাদের ক্ষমা করুন।
عن عائشة رضي الله عنها قالت: صرخ إبليس يوم أحد في الناس: يا عباد الله أخراكم فرجعت أولاهم على أخراهم حتى قتلوا اليمان فقال حذيفة: أبي أبي فقتلوه فقال حذيفة: غفر الله لكم.
