ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৬৬
অপরাধ ও সাজার অধ্যায়
সন্তান হত্যার জন্য পিতাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না
(২৪৬৬) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সন্তান হত্যার কারণে পিতাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে না।
كتاب الجنايات
عن عمر رضي الله عنه مرفوعا : لا يقاد الوالد بالولد

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি, ইবন মাজাহ । ইবনুল জারূদ ও বাইহাকি হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-১৪০০; সুনান ইবন মাজাহ, হাদীস-২৬৬২]
tahqiqতাহকীক:তাহকীক চলমান