ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৬৫
মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমকে হত্যার জন্য মুসলিমকে মৃত্যুদণ্ড প্রদান
(২৪৬৫) নাযযাল ইবন সাবরা বলেন, একজন মুসলিম একজন কাফিরকে হত্যা করে। তখন নিহত ব্যক্তির ভাই খলীফা উমার রা.র নিকট গমন করে । উমার তার প্রশাসককে লিখে পাঠান যে তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। এতে তারা বলতে থাকে, জুবাইরকে কি হত্যা করা হয়েছে? [জুবাইর, হত্যা করো]। সে বলে, ক্রোধ আসলেই তাকে হত্যা করা হবে। তখন উমার রা. তাকে মৃত্যুদণ্ডের বদলে রক্তমূল্য বা দিয়াত দেওয়ার নির্দেশ লিখে পাঠান।
عن النزال بن سبرة قال: قتل رجل من المسلمين رجلا من الكفار فذهب أخوه إلى عمر رضي الله عنه فكتب عمر أن يقتل فجعلوا يقولون: أقتل جبير [أ قتل جبير؟] فيقول حتى يجيء الغيظ قال: فكتب عمر أن يودي ولا يقتل.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীসের শেষে উমার মৃত্যুদণ্ডের পরিবর্তে দিয়াতের বিধান প্রদান করেছেন। এর অর্থ এই নয় যে, উমার মৃত্যুদণ্ডের বিধান ভুল মনে করে তা রহিত বা পরিবর্তন করেছেন। বরং এ ছিল উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে দিয়াত প্রদানের ব্যবস্থা করা। নিহত ব্যক্তির অভিভাবক ইচ্ছা করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড মওকুফ করে দিয়াত বা রক্তমূল্য গ্রহণ করতে পারে। বিষয়টি বাইহাকি সঙ্কলিত ইবরাহীম নাখয়ির বর্ণনায় স্পষ্টরূপে উল্লেখ করা হয়েছে। আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৬৫ | মুসলিম বাংলা