ফিকহুস সুনান ওয়াল আসার

৩৮. শিকারের অধ্যায়

হাদীস নং: ২৪৪৭
প্রশিক্ষিত কুকুরের শিকার ও তীর, বন্দুক বা গুলতি দিয়ে শিকার
(২৪৪৭)আবু সা'লাবা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার তীর দিয়ে শিকার বিদ্ধ করার পরে যদি শিকারটি হারিয়ে যায় এবং পরে তুমি তা খুঁজে পাও, তবে তুমি তা ভক্ষণ করবে যদি তা পচে না যায়।
عن أبي ثعلبة رضي الله عنه مرفوعا: قال إذا رميت بسهمك فغاب عنك فأدركته فكله ما لم ينتن.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সম্ভবত এভাবে ভক্ষণ করার শর্ত হল তীরের আঘাতে তাৎক্ষণিক মৃত্যু নিশ্চিত হওয়া । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন