ফিকহুস সুনান ওয়াল আসার

৩৮. শিকারের অধ্যায়

হাদীস নং: ২৪৪৬
প্রশিক্ষিত কুকুরের শিকার ও তীর, বন্দুক বা গুলতি দিয়ে শিকার
(২৪৪৬) আদি ইবন হাতিম বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে চওড়া তীর দিয়ে শিকার করার বিষয়ে জিজ্ঞাসা করি। তিনি বলেন, যদি তীরের ধারালো প্রান্তের আঘাতে তুমি শিকারটি হত্যা করতে পার তবে তুমি তা খাবে । আর যদি তীরের ধারহীন চওড়া প্রান্তের আঘাতে তা নিহত হয় তবে তা প্রহারে মৃত বলে গণ্য হবে, তুমি তা খাবে না।
عن عدي بن حاتم رضي الله عنه قال: سألته صلى الله عليه وسلم عن صيد المعراض فقال: إذا أصبت بحده فكل وإذا أصبت بعرضه فقتل فإنه وقيذ فلا تأكل.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৪৬ | মুসলিম বাংলা