ফিকহুস সুনান ওয়াল আসার

৩৭. হালাল-হারাম পানীয়

হাদীস নং: ২৪৪০
নাবীয অর্থাৎ খাদ্যশস্য বা ফলের রস ও প্রাসঙ্গিক বিধানাবলি
(২৪৪০) ইবন যিয়াদ বলেন, তিনি একদিন আব্দুল্লাহ ইবন উমার রা.র কাছে ইফতার করেন। তিনি তাকে পানীয় পান করতে দেন। মনে হল পানীয়টুকু তাকে ধরে ফেলে । সকালে তিনি ইবন উমার রা.র নিকট ফিরে গিয়ে বলেন, এ কী শরবত? আমি আমার বাড়ির পথ চিনতে পারছিলাম না! ইবন উমার বলেন, তোমাকে শুধুমাত্র খেজুর ও কিসমিসের মিশানো শরবত দিয়েছিলাম।
عن عقبة بن زياد أنه أفطر عند عبد الله بن عمر رضي الله عنهما فسقاه شرابا فكأنه أخذ منه فلما أصبح غدا إليه فقال له: ما هذا الشراب؟ ما كدت أهتدي إلى منزلي فقال ابن عمر: ما زدناك على عجوة وزبيب .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৪০ | মুসলিম বাংলা