ফিকহুস সুনান ওয়াল আসার

৩৭. হালাল-হারাম পানীয়

হাদীস নং: ২৪৪০
হালাল-হারাম পানীয়
নাবীয অর্থাৎ খাদ্যশস্য বা ফলের রস ও প্রাসঙ্গিক বিধানাবলি
(২৪৪০) ইবন যিয়াদ বলেন, তিনি একদিন আব্দুল্লাহ ইবন উমার রা.র কাছে ইফতার করেন। তিনি তাকে পানীয় পান করতে দেন। মনে হল পানীয়টুকু তাকে ধরে ফেলে । সকালে তিনি ইবন উমার রা.র নিকট ফিরে গিয়ে বলেন, এ কী শরবত? আমি আমার বাড়ির পথ চিনতে পারছিলাম না! ইবন উমার বলেন, তোমাকে শুধুমাত্র খেজুর ও কিসমিসের মিশানো শরবত দিয়েছিলাম।
كتاب الأشربة
عن عقبة بن زياد أنه أفطر عند عبد الله بن عمر رضي الله عنهما فسقاه شرابا فكأنه أخذ منه فلما أصبح غدا إليه فقال له: ما هذا الشراب؟ ما كدت أهتدي إلى منزلي فقال ابن عمر: ما زدناك على عجوة وزبيب .
tahqiqতাহকীক:তাহকীক চলমান