ফিকহুস সুনান ওয়াল আসার
৩৭. হালাল-হারাম পানীয়
হাদীস নং: ২৪৩৯
নাবীয অর্থাৎ খাদ্যশস্য বা ফলের রস ও প্রাসঙ্গিক বিধানাবলি
(২৪৩৯) আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলের সাথে ছিলেন এমন একজন সাহাবি (কাইস ইবন নুমান) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা মুখ বন্ধ করা চামড়ার পাত্রে পানীয় রেখে পান করবে। যদি তাতে মাদকতা সৃষ্টি হয় তবে পানি মিশিয়ে তার মাদকতা নষ্ট করবে। যদি তোমরা পানি মিশিয়েও তার মাদকতা দূর করতে না পার তবে তা ফেলে দেবে।
عن رجل كان من الوفد الذين وفدوا إلى النبي (قيس بن النعمان) مرفوعا: اشربوا في الجلد الموكي عليه فإن اشتد فاكسروه بالماء فإن أعياكم فأهريقوه.
