ফিকহুস সুনান ওয়াল আসার

৩৭. হালাল-হারাম পানীয়

হাদীস নং: ২৪৩০
মদ সর্বাবস্থায় হারাম
(২৪৩০) ইবন আব্বাস রা. বলেন, মদ স্বয়ংই হারাম; তা কম হোক বা বেশী হোক সর্বাবস্থায় তা হারাম এবং সকল মাদক পানীয় হারাম।
عن ابن عباس رضي الله عنهما قال: حرمت الخمر بعينها القليل منها والكثير والسكر من كل شراب .

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, আরবি ভাষায় আভিধানিকভাবে ‘খামর' বা মদ বলা হয় আঙুরের কাঁচা রসকে যখন মাদকতার পর্যায়ে পৌঁছে। এছাড়া রূপকভাবে সকল মাদক পানীয়কেই মদ বলা হয়। যামাখশারি তার 'ফায়িক' গ্রন্থে এ কথা বলেছেন আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৩০ | মুসলিম বাংলা