ফিকহুস সুনান ওয়াল আসার
৩৭. হালাল-হারাম পানীয়
হাদীস নং: ২৪২৯
মদ পরিত্যাগকারীর মর্যাদা
(২৪২৯) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মদপানের ক্ষমতা-সুযোগ থাকা সত্ত্বেও মদ পরিত্যাগ করে আমি তাকে মহাপবিত্র আশ্রমে (জান্নাতে) মদ পান করাব।
عن أنس رضي الله عنه مرفوعا: من ترك الخمر وهو يقدر عليه لأسقينه منه في حظيرة القدس.
