ফিকহুস সুনান ওয়াল আসার

৩৬. অনাবাদী জমি আবাদ করা

হাদীস নং: ২৪২০
অনাবাদী জমি আবাদ করা
কোনো পতিত ভূমি আবাদ করা বা প্রাচীর দ্বারা আব্দ্ধ করা
(২৪২০) সায়ীদ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো মৃত জমি, অর্থাৎ মালিকবিহীন পতিত জমি আবাদ করে তবে সেই জমি তার ।
كتاب إحياء الموات
عن سعيد بن زيد رضي الله عنه مرفوعا: من أحيا أرضا ميتة فهي له.
tahqiqতাহকীক:তাহকীক চলমান