ফিকহুস সুনান ওয়াল আসার

৩৬. অনাবাদী জমি আবাদ করা

হাদীস নং: ২৪১৯
কোনো পতিত ভূমি আবাদ করা বা প্রাচীর দ্বারা আব্দ্ধ করা
(২৪১৯) উরওয়া আয়িশা রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো মালিকানাবিহীন ভূমি আবাদ করে তবে সেই জমির মালিকানার অধিকার তারই বেশী। উরওয়া বলেন, উমার রা. তার খিলাফতকালে এই হাদীসের ভিত্তিতে ফয়সালা দান করেন।
عن عروة عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: من أعمر أرضا ليست لأحد فهو أحق قال عروة: قضى به عمر رضي الله عنه في خلافته
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৪১৯ | মুসলিম বাংলা