ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৪১৮
শুভাশুভ নির্ণয়ের নিষেধাজ্ঞা ও কেউ তা করলে তার কাফফারা
(২৪১৮) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো সংক্রমণ নেই, কোনো অযাত্রা ও অশুভত্ব নেই। আর আমার ভালো লাগে ভালো আশাবাদী অনুভব (optimistic outlook) ও সুন্দর কথা ।
عن أنس رضي الله عنه مرفوعا: لا عدوى ولا طيرة ويعجبني الفأل الصالح: الكلمة الحسنة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২৪১৮ | মুসলিম বাংলা