ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৪১৭
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
শুভাশুভ নির্ণয়ের নিষেধাজ্ঞা ও কেউ তা করলে তার কাফফারা
(২৪১৭) ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অশুভ বা অযাত্রা হবে ভেবে কোনো কর্ম থেকে বিরত থাকল সে শিরক করল । মানুষেরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এইরূপ কর্ম করে ফেললে তার কাফফারা কী? তিনি বলেন, এর কাফফারা হল, সে বলবে, 'হে আল্লাহ, আপনার মঙ্গল ছাড়া কোনো মঙ্গল নেই, আপনার শুভাশুভ ছাড়া কোনো শুভাশুভ নেই এবং আপনি ছাড়া কোনো মা'বুদ নেই'
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن ابن عمرو رضي الله عنه مرفوعا: (لا يتطير فإن فعل فكفارته) من ردته الطيرة من حاجة فقد أشرك قالوا: يا رسول الله ما كفارة ذلك؟ قال: أن يقول أحدهم: اللهم لا خير إلا خيرك ولا طير إلا طيرك ولا إله غيرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান