ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৫১
রৌপ্যের আংটি বৈধ, লোহা, পিতল বা স্বর্ণের আংটি নয়
(২৩৫১) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি স্বর্ণের আংটি থেকে নিষেধ করেছেন।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه نهى عن خاتم الذهب.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৫১ | মুসলিম বাংলা