ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৫০
পাদুকা ব্যবহার করা
(২৩৫০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন একটি পাদুকা ব্যবহার করে না হাটে। সে উভয় পাদুকা পা থেকে খুলে নেবে, অথবা সে উভয় পাদুকা পরিধান করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يمش أحدكم في نعل واحدة ليحفهما جميعا أو لينعلهما جميعا.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৫০ | মুসলিম বাংলা