ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৬৪
জবাইকৃত পশুর গর্ভে বাচ্চা থাকলে তা কীভাবে জবাই করতে হবে
(২২৬৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গর্ভস্থ বাচ্চার জবাই তার মায়ের জবাই।**
عن أبي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ذكاة الجنين ذكاة أمه.

হাদীসের ব্যাখ্যা:

** হাদীসটির ব্যাখ্যায় অধিকাংশ মুহাদ্দিস ও ফকীহ বলেছেন যে, মায়ের জবাইয়েই গর্ভস্থ বাচ্চার জবাই হয়ে যাবে। জবাইকৃত পশুর গর্ভে যদি কোনো বাচ্চা পাওয়া যায় তবে তার গোশত ভক্ষণ করা যাবে। তাকে পৃথকভাবে জবাই করার কোনো প্রয়োজন নেই । অন্যান্য ফকীহ ও মুহাদ্দিস বলেন, এই হাদীসের অর্থ, গর্ভস্থ বাচ্চাকেও মায়ের মতোই পৃথকভাবে জবাই করতে হবে। (গ্রন্থকারের টীকার আলোকে)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৬৪ | মুসলিম বাংলা