ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৬৩
জরুরি অবস্থার জবাই
(২২৬৩) তাবিয়ি আবুল উশারা' বলেন, আমার পিতা মালিক ইবন কাহতাম রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কণ্ঠদেশ এবং কণ্ঠদেশের নিম্নভাগে ছাড়া কি জবাই হবে না? তিনি বলেন, তুমি যদি পশুর উরুতে আঘাত কর, তবে তাই তোমার জন্য যথেষ্ট বলে গণ্য হবে ।
عن أبي العشراء عن أبيه (مالك بن فهطم) أنه قال: يا رسول الله أما تكون الذكاة إلا من اللبة أو الحلق؟ قال: فقال رسول الله صلى الله عليه وسلم: لو طعنت في فخذها لأجزاً عنك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৬৩ | মুসলিম বাংলা