ফিকহুস সুনান ওয়াল আসার

৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে

হাদীস নং: ২২২৯
কারো জমি বিনা অনুমতিতে চাষ করা
(২২২৯) রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো জমিতে মালিকের অনুমতি ছাড়া চাষাবাদ করে তবে সে শুধু চাষাবাদের খরচই পাবে, উৎপন্ন ফসল থেকে সে কিছুই পাবে না।
عن رافع بن خديج رضي الله عنه مرفوعا: من زرع أرضا بغير إذن أهلها فله نفقته وليس له من الزرع شيء.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এ হাদীসের ব্যাখ্যা হল, এরূপ জবরদখলকৃত ভূমি থেকে উৎপাদিত ফসল থেকে খরচ পরিমাণ ফসল দখলকারী আইনগতভাবে পাবে। আর অতিরিক্ত ফসল বে-আইনি দখল বলে গণ্য হবে, যতক্ষণ না সে জমির মালিককে তার ন্যায্য ভাড়া বা পাওনা বুঝে দেবে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২২৯ | মুসলিম বাংলা