ফিকহুস সুনান ওয়াল আসার

৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে

হাদীস নং: ২২২৮
জবরদখলকৃত দ্রব্য বিনষ্ট হলে বা পরিবর্তিত হলে জবরদখলকারী তার মালিকানা লাভ করবে এবং তাকে এর মূল্য বা সমান দ্রব্য ক্ষতিপূরণ দিতে হবে
(২২২৮) যুবাইব আনবারি রা. থেকে বর্ণিত, একব্যক্তি তার আম্মার চাদর কেড়ে নিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে সে বিষয়ে নালিশ করেন । তখন আল্লাহর নবী (ﷺ) উঠে দাঁড়িয়ে সেই ব্যক্তিকে বলেন, তুমি এর আম্মার যে চাদরটি নিয়েছ তা ফেরত দাও। লোকটি বলে, হে আল্লাহর নবী, চাদরটি আমার হাতছাড়া হয়ে গিয়েছে। তখন আল্লাহর নবী (ﷺ) ওই লোকটির তরবারিটি টেনে নিয়ে আমাকে প্রদান করলেন এবং লোকটিকে বললেন, তুমি যাও এবং তাকে অতিরিক্ত কয়েক সা' খাদ্য প্রদান করো।
عن الزبيب العنبري رضي الله عنه في قصة طويلة: فقام نبي الله صلى الله عليه وسلم فقال للرجل رد على هذا زربية أمه التي أخذت منها فقال يا نبي الله إنها خرجت من يدي قال فاختلع نبي الله صلى الله عليه وسلم سيف الرجل فأعطانيه وقال للرجل اذهب فرده أصعا من طعام.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২২৮ | মুসলিম বাংলা