ফিকহুস সুনান ওয়াল আসার

২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে

হাদীস নং: ২২১২
মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে
আযাদকারীর বংশধরকে উত্তরাধিকার প্রদান করা
(২২১২) তাবিয়ি হাসান বসরি বলেন, একব্যক্তি একটি ক্রীতদাস ক্রয় করে মুক্ত করে দেন এবং সে বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ (ﷺ) অন্যান্য নির্দেশনার মধ্যে বলেন, উক্ত আযাদকৃত দাস তোমার ভাই এবং তোমার বংশ-সম্পর্কিত। যে যদি মৃত্যুবরণ করে এবং তার কোনো আসাবা' না থাকে তবে তুমিই তার উত্তরাধিকারী হবে।
كتاب المكاتب والولاء
عن الحسن عن النبي صلى الله عليه وسلم في قصة إعتاق عبد... هو أخوك ومولاك... إن مات ولم يترك عصبة فأنت وارثه
tahqiqতাহকীক:তাহকীক চলমান