ফিকহুস সুনান ওয়াল আসার

২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে

হাদীস নং: ২২১১
আযাদকারীর বংশধরকে উত্তরাধিকার প্রদান করা
(২২১১) সালমা বিনতু হামযা রা. বলেন, তার আযাদকৃত একদাস মৃত্যুবরণ করে । লোকটি একটিমাত্র মেয়ে রেখে যায় । তখন নবী (ﷺ) উক্ত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার অর্ধেক তার মেয়েকে প্রদান করেন এবং বাকি অর্ধেক সালমা বিনতু হামযার পুত্র ইয়া'লাকে প্রদান করেন।
عن سلمى بنت حمزة رضي الله عنها أن مولاها مات وترك ابنة فورث النّبي صلى الله عليه وسلم ابنته النصف وورث يعلى النصف وكان ابن سلمى

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীস থেকে জানা যায় যে, ক্রীতদাসকে মুক্তিদানকারী ব্যক্তির 'আসাবাগণ' ও উত্তরাধিকার লাভ করবেন। নিম্নোক্ত হাদীস থেকেও তা জানা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২১১ | মুসলিম বাংলা