ফিকহুস সুনান ওয়াল আসার

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়

হাদীস নং: ২২০২
কুরআন দ্বারা ঝাড়-ফুঁকের পারিশ্রমিক
(২২০২) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, এক সফরে একজন সাহাবি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়-ফুঁকের মাধ্যমে একজন সাপে কামড়ানো ব্যক্তির চিকিৎসা করেন । এই ঘটনায় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের পারিশ্রমিক গ্রহণের জন্য সর্বোত্তম বস্তু হল আল্লাহর কিতাব।
عن ابن عباس رضي الله عنهما في قصة اللديغ والرقية بفاتحة الكتاب مرفوعا: إن أحق ما أخذتم عليه أجرا كتاب الله.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, কুরআন দ্বারা ঝাড়-ফুঁক করে পারিশ্রমিক গ্রহণ করা বৈধ। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২২০২ | মুসলিম বাংলা