ফিকহুস সুনান ওয়াল আসার
২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়
হাদীস নং: ২২০১
কুরআন পাঠের পারিশ্রমিক
(২২০১) আব্দুর রহমান ইবন শিবল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুরআন পাঠ করবে, কুরআনের বিষয়ে সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি করবে না, কুরআন থেকে দূরে সরে যাবে না, কুরআন দ্বারা ভক্ষণ করবে না এবং কুরআন দ্বারা বৃদ্ধির চেষ্টা করবে না।
عن عبد الرحمن بن شبل رضي الله عنه مرفوعا: اقرءوا القرآن ولا تغلوا فيه ولا تجفوا عنه ولا تأكلوا به ولا تستكثروا به.
