ফিকহুস সুনান ওয়াল আসার
২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়
হাদীস নং: ২১৯৪
শ্রমিকের মজুরি না দেওয়ার পাপ
(২১৯৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব: প্রথম ব্যক্তি যে আমার নামে ওয়াদা বা প্রতিজ্ঞা করে এরপর তা ভঙ্গ করেছে, দ্বিতীয় ব্যক্তি যে কোনো স্বাধীন মানুষকে দাসরূপে বিক্রয় করে মূল্য ভক্ষণ করেছে এবং তৃতীয় ব্যক্তি যে কোনো শ্রমিককে ভাড়া করে তার থেকে কর্ম আদায় করেছে, কিন্তু তার পারিশ্রমিক প্রদান করে নি ।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: قال الله عز وجل: ثلاثة أنا خصمهم يوم القيامة: رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعط أجره.
