ফিকহুস সুনান ওয়াল আসার

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়

হাদীস নং: ২১৯২
জমি ভাড়া দেওয়া
(২১৯২) সাবিত ইবন দাহহাক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জমাজমি বর্গাচাষ করতে নিষেধ করেছেন এবং তিনি জমাজমি ভাড়া দিতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে, এতে অসুবিধা নেই।
عن ثابت بن الضحاك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن المزارعة وأمر بالمؤاجرة وقال: لا بأس بها
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২১৯২ | মুসলিম বাংলা