ফিকহুস সুনান ওয়াল আসার

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়

হাদীস নং: ২১৯১
শ্রম বিক্রয় বা মজুরির ফযীলত
(২১৯১) আয়িশা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর হিজরতের বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এবং আবু বাকর রা. বনু দীল গোত্রের একজন অভিজ্ঞ পথ প্রদর্শককে ভাড়া করেন।
عن عائشة رضي الله عنها في حديث الهجرة: استأجر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رجلا من بني الديل هاديا خريتا.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২১৯১ | মুসলিম বাংলা