ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৮৪
অনুদান প্রদানকারীর অনুদানের উপর তারই অধিকার বেশী, যদি না সে প্রতিদান লাভ করে বা রক্ত-সম্পর্কীয় মাহরামকে অনুদান প্রদান করে
(২১৮৪) সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হেবা বা অনুদান যদি রক্ত-সম্পর্কিত মাহরাম আত্মীয়ের জন্য হয় তবে সেই হেবা ফেরত নেওয়া যাবে না।
عن سمرة رضي الله عنه مرفوعا قال: إذا كانت الهبة لذي رحم محرم لم يرجع فيها.
