ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৭৯
গ্রহণ করা ছাড়া দান কার্যকর হবে না
(২১৭৯) উসমান ইবন আফফান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তার কোনো এমন ছোট সন্তানকে আনুদান দিল যে এখনো তার দান গ্রহণের বয়সে উপনীত হয় নি অতঃপর সে তার ঘোষণা করল এবং সে বিষয়ে সাক্ষী রাখল তাহলে তা বৈধ হবে, আর সে বিষয়ে তার নিয়ন্ত্রক হবে তার পিতা।
عن عثمان بن عفان رضي الله عنه قال: من نحل ولدا له صغيرا لم يبلغ أن يحوز نحله فاعلن بها واشهد عليها فهي جائزة وإن وليها أبوه
