ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৭৮
গ্রহণ করা ছাড়া দান কার্যকর হবে না
(২১৭৮) উসমান রা., ইবন উমার রা. ও ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তারা বলেছেন, কব্য বা হস্তগত করা ছাড়া দান বৈধ হবে না। মুআয রা. এবং শুরাইহ থেকেও বর্ণিত হয়েছে যে, হস্তগত না হওয়া পর্যন্ত তারা দান কার্যকর বলে গণ্য করতেন না।
عن عثمان وابن عمر وابن عباس رضي الله عنهم أنهم قالوا: لا تجوز صدقة حتى تقبض وعن معاذ بن جبل وشريح أنهما كانا لا يجيزانها حتى تقبض.
