ফিকহুস সুনান ওয়াল আসার

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ

হাদীস নং: ২১৭৩
একে অপরকে হাদিয়া বা উপহার প্রদানের নির্দেশ
(২১৭৩) আসমা বিনতু আবু বাকর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে আমার আম্মা মুশরিক থাকা অবস্থায় আমার নিকট আগমন করেন। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট জিজ্ঞাসা করি, আমি তার সেবাযত্ন ও খাতির করব কি না? তখন তিনি বলেন, হ্যাঁ, তুমি তোমার আম্মার খতির-যত্ন করো।
عن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت: قدمت عليّ أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلّم... قال: نعم صلي أمك
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২১৭৩ | মুসলিম বাংলা