ফিকহুস সুনান ওয়াল আসার

২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান

হাদীস নং: ২১৪৫
কারো যদি একজন সাক্ষী থাকে এবং নিজে শপথ করে
(২১৪৫) তাবিয়ি ইবন শিহাব যুহরি বলেন, বাদীর নিজের শপথ-সহ একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচার করা একটি বিদআত এবং সর্বপ্রথম যিনি এভাবে বিচার করেন তিনি মুআবিয়া রা.।
عن الزهري قال: هي (شهادة الشاهد مع يمين الطالب) بدعة وأول من قضى بها معاوية
tahqiqতাহকীক:তাহকীক চলমান