ফিকহুস সুনান ওয়াল আসার

২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান

হাদীস নং: ২১৪৪
কারো যদি একজন সাক্ষী থাকে এবং নিজে শপথ করে
(২১৪৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি ও আমির শা'বি বলেন, যদি কোনো ব্যক্তির দাবির পক্ষে একজন মাত্র সাক্ষী থাকে এবং তার সাথে সে নিজে তার দাবির পক্ষে শপথ করে, তবে তার সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অন্তত দুইজন পুরুষ, অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষ্য আবশ্যক।
عن إبراهيم والشعبي في الرجل يكون له الشاهد مع يمينه قالا: لا تجوز إلا شهادة رجلين أو رجل وامرأتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১৪৪ | মুসলিম বাংলা