ফিকহুস সুনান ওয়াল আসার
২০. সাক্ষ্য-শুনানির বিধান
হাদীস নং: ২১২৪
মিথ্যা সাক্ষ্য প্রদান একটি কবীরা গোনাহ এবং এর শাস্তির বিবরণ
(২১২৪) তাবিয়ি আবুল হুসাইন বলেন (খুলাফায়ে রাশিদ্বীনের যুগের প্রসিদ্ধ তাবিয়ি বিচারক) শুরাইহ মিথ্যা সাক্ষ্য প্রদানকারীকে তার নিজ এলাকার মসজিদে বা হাটে পাঠিয়ে দিয়ে ঘোষণা প্রদান করাতেন যে, আমরা এই ব্যক্তির সাক্ষ্য বাতিল করে দিয়েছি।
عن أبي الحصين قال: كان شريح يبعث بشاهد الزور إلى مسجد قومه أو إلى سوقه ويقول: إنا قد زيفنا شهادة هذا
