ফিকহুস সুনান ওয়াল আসার
২০. সাক্ষ্য-শুনানির বিধান
হাদীস নং: ২১২৩
মিথ্যা সাক্ষ্য প্রদান একটি কবীরা গোনাহ এবং এর শাস্তির বিবরণ
(২১২৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে কবীরা গোনাহ সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্যতা করা, মানুষ হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা।
عن أنس رضي الله عنه قال: سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر قال: الإشراك بالله وعقوق الوالدين وقتل النّفس وشهادة الزور
