ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২০৯৭
বিচারক নিয়োগ না করার নিন্দা
(২০৯৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ পবিত্র না করুন সেই জাতিকে যে জাতি সবল থেকে দুর্বলের অধিকার আদায় না করে।
عن عائشة رضي الله عنها مرفوعا: لا يقدس الله أمة لا تأخذ لضعيفها من شديدها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৯৭ | মুসলিম বাংলা