ফিকহুস সুনান ওয়াল আসার
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২০৯৬
বিচারক নিয়োগ না করার নিন্দা
(২০৯৬) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পবিত্র না হোক সেই জাতি, যে জাতির মধ্যে দুর্বল ব্যক্তি অত্যাচার ও কষ্টের মধ্য দিয়ে ছাড়া নিজের অধিকার লাভ করতে পারে না।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا قدست أمة لا يغطى الضعيف فيها حقه غير متعتع
