ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৯৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
ঋণের ক্ষেত্রে হাওয়ালাহ বা দায়িত্বভার স্থানান্তর
(২০৯৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সচ্ছল ব্যক্তির জন্য ঋণ পরিশোধে বিলম্ব করা যুলুম। আর তোমাদের কারো পাওনা যদি কোনো সচ্ছল ব্যক্তির দায়িত্বে স্থানান্তরিত করা হয় তবে তোমরা সেই স্থানান্তর কবুল করবে।
كتاب البيوع
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: مطل الغني ظلم فإذا أتبع أحدكم على ملي فليتبع (فليحتل)