ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৮৯
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
তাওলিয়া অর্থাৎ ক্রীত পণ্যের মালিকানা প্রথম চুক্তি ও প্রথম মূল্যেই হস্তান্তর করা
(২০৮৯) তাবিয়ি রাবীআহ ইবন আবু আব্দুর রহমান ( ১৩৬ হি.) মদীনায় সুপ্রসিদ্ধ একটি হাদীস রাসূলুল্লাহ (ﷺ) থেকে প্রচারিত, তিনি বলেন, বলেছেন, যদি কেউ খাদ্য ক্রয় করে, তবে তা নিজে হাতে গ্রহণ না করা পর্যন্ত এবং পুরোপুরি বুঝে না নেওয়া পর্যন্ত বিক্রয় করবে না। তবে যদি তাতে কাউকে অংশীদার করে বা তাওলিয়া পদ্ধতিতে প্রথম ক্রয়মূল্যে মালিকানা হস্তান্তর করে বা ক্রয়চুক্তি অপসারণ বা বাতিল করে মূল্য গ্রহণ করে তবে অসুবিধা নেই ।
كتاب البيوع
عن ربيعة بن أبي عبد الرحمن عن النبي صلى الله عليه وسلم حديثا مستفاضا بالمدينة قال: من ابتاع طعاما فلا يبعه حتى يقبضه ويستوفيه إلا أن يشرك فيه أو يوليه أو يقيله