ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৮৮
তাওলিয়া অর্থাৎ ক্রীত পণ্যের মালিকানা প্রথম চুক্তি ও প্রথম মূল্যেই হস্তান্তর করা
(২০৮৮) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তাওলিয়া বা ক্রীতপণ্য ক্রয়মূল্যে বিক্রয় করে দেওয়া এবং ইকালা বা ক্রয় চুক্তি অপসারণ বা বাতিল করা সমান, উভয় বিষয়েই কোনো অসুবিধা নেই।
عن سعيد بن المسيب مرفوعا: التولية والإقالة سواء لا بأس به.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৮৮ | মুসলিম বাংলা