ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৭৭
স্বর্ণ-রৌপ্য বা মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে নগদ গ্রহণ শর্ত
(২০৭৭) ফাদালাহ ইবন উবাইদ রা. বলেন, খাইবারের দিনে আমি ১২ দীনার বা স্বর্ণমুদ্রা দিয়ে একটি হার ক্রয় করি। হারটিতে স্বর্ণ ও মুক্তো ছিল । আমি সোনা ও মুক্তো আলাদা করে দেখলাম যে তাতে ১২ দীনারের বেশী স্বর্ণ আছে । তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বিষয়টি জানালাম । তিনি বললেন, সোনা ও মুক্তো পৃথক না করে তা বিক্রয় করা যাবে না।
عن فضالة بن عبيد رضي الله عنه قال: اشتريت يوم خيبر قلادة باثني عشر دينارا فيها ذهب وخرز ففصلتها فوجدت فيها أكثر من اثني عشر دينارا فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال: لا تباع حتى تفصل.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, স্বর্ণমুদ্রা দিয়ে স্বর্ণের হার কিনলে মুদ্রার স্বর্ণ ও হারের স্বর্ণের মধ্যে কমবেশি হলে সুদ হবে। সম্ভবত এই সুদের পথ রোধ করার জন্য তিনি স্বর্ণকে মুক্তো থেকে পৃথক না করে বিক্রয় করতে নিষেধ করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২০৭৭ | মুসলিম বাংলা