ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৭৫
শত্রুদেশে সুদ
(২০৭৫) তাবিয়ি মাকহুল সাহাবির নাম উল্লেখ না করে মুরসালরূপে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শত্রুদেশের অধিবাসীদের মধ্যে সুদ নেই । তিনি বলেন, আমার ধারণা, এবং মুসলিমদের মধ্যে।
عن مكحول مرسلا مرفوعا: لا ربا بين أهل الحرب قال: أظنه وأهل الإسلام.

হাদীসের ব্যাখ্যা:

(এ সকল হাদীসের ভিত্তিতে ইমাম আবু হানীফা রাহ. মত প্রকাশ করেছেন যে, মুসলিমদের সাথে যুদ্ধরত কাফির দেশে কাফির অধিবাসীদের সাথে সুদি লেনদেন করা সেদেশে অবস্থানরত মুসলিমের জন্য বৈধ হবে। অন্য কোনো ইমাম তার সাথে একমত হন নি)। তাহাবি এই মতের পক্ষে তার মুখতাসার গ্রন্থে উল্লেখ করেছেন যে, মক্কা বিজয়ের পূর্বে আব্বাস রা. মক্কায় কাফিরদের সাথে সুদি লেনদেন করতেন, অথচ তিনি মক্কা বিজয়ের আগেই সুদ হারাম হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছিলেন বলে জানা যায় । হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, 'জাহিলি যুগের সকল সুদ বাতিল করা হল'। এ কথা থেকে বোঝা যায় যে, মক্কা বিজয়ের মাধ্যমে জাহিলি যুগের অবসান হওয়ার পূর্ব পর্যন্ত সুদ প্রচলিত ছিল। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৭৫ | মুসলিম বাংলা