ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৭৪
শত্রুদেশে সুদ
(২০৭৪) তাবিয়ি ইবরাহীম নাখায় (৯৫ হি.) বলেন, দারুল হারব বা শত্রুদেশে মুসলিম এবং শত্রুদেশের অধিবাসীদের মধ্যে এক দীনারের বিনিময়ে দুই দীনার গ্রহণ করাতে অসুবিধা নেই।
عن إبراهيم قال: لا بأس بالدينار بالدينارين في دار الحرب بين المسلمين وبين أهل الحرب.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৭৪ | মুসলিম বাংলা