ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৭০
পশুর বিনিময়ে পশু বিক্রয় করা
(২০৭০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একটি পশুর বিনিময়ে দুইটি পশু বিক্রয় করা বাকিতে সিদ্ধ নয়। তবে নগদ হাতেহাতে এরূপ বেচাকেনায় অসুবিধা নেই।
عن جابر رضي الله عنه مرفوعا: الحيوان اثنان بواحد لا يصلح نسيئا ولا بأس به يدا بيد.
