ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৫৬
শর্তের এখতিয়ার
(২০৫৬) আনাস রা. বলেন একব্যক্তি অন্য ব্যক্তি থেকে একটি উট ক্রয় করে এবং যাচাই-বাছাইয়ের জন্য চার দিনের শর্ত করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) বিক্রয়চুক্তিটি বাতিল করে দেন এবং বলেন, স্বাধীনতা বা যাচাইয়ের সুযোগ ( option / choice) তিন দিন।
عن أنس رضي الله عنه أن رجلا اشترى من رجل بعيرا واشترط عليه الخيارأربعة أيام فأبطل رسول الله صلى الله عليه وسلم البيع وقال: الخيار ثلاثة أيام.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৫৬ | মুসলিম বাংলা