ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৫৩
বৈঠকের এখতিয়ার
(২০৫৩) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ক্রেতা-বিক্রেতা উভয়েরই এখতিয়ার বা স্বাধীনতা থাকবে, যতক্ষণ না তারা বিচ্ছিন্ন হবে। তবে যদি বিক্রয়ের সাথেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিষ্পত্তি করা হয় তাহলে তাতে স্বাধীনতার পরিসমাপ্তি হবে। ক্রেতা-বিক্রেতা কারো জন্য বৈধ নয় যে, অপরপক্ষ চুক্তি বাতিল করবে এই ভয়ে সে বিচ্ছিন্ন হয়ে যাবে (চুক্তির সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করবে)। বাইহাকির বর্ণনায় হাদীসটি ভাষা: 'ক্রেতা-বিক্রেতা উভয়েরই স্বাধীনতা থাকবে, যতক্ষণ না তারা তাদের স্থান ত্যাগ করে পরস্পরে বিচ্ছিন্ন হবে'।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: البيعان بالخيار ما لم يتفرقا إلا أن تكون صفقة خيار ولا يحل له أن يفارق صاحبه خشية أن يستقيله (حتى يتفرقا من مكانهما).
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য স্থান পরিত্যাগ না করা পর্যন্ত বিক্রয়চুক্তি বাতিলের এই অধিকার বা স্বাধীনতা সম্ভবত ‘মুসতাহাব' পর্যায়ের । বুখারির বর্ণনায় 'স্বাধীনতা' বা অপশন (option) এর কথা তিনবার বলা হয়েছে। এথেকে বোঝা যায় যে, বিষয়টি মুসতাহাব পর্যায়ের। বৈঠকের স্বাধীনতা বিষয়ক কিছু আলোচনা ইতোপূর্বে করা হয়েছে । আল্লাহই ভালো জানেন।
