আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৬০
৩১৫৩. যে ঘরে ছবি থাকে, সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না।
৫৫৩৫। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... সালিমের পিতা (আব্দুল্লাহ ইবনে উমর রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ জিবরাঈল (আলাইহিস সালাম) (একবার) নবী (ﷺ) এর নিকট (আগমনের) ওয়াদা করেন। কিন্তু তিনি আসতে দেরী করেন। এতে নবী (ﷺ) এর খুবই কষ্ট হচ্ছিল। এরপর নবী (ﷺ) বের হয়ে পড়লেন। তখন জিবরাঈলের সাথে তার সাক্ষাত হল। তিনি যে মানসিক কষ্ট পেয়েছিলেন, সে বিষয়ে তার কাছে বর্ণনা করলেন। তখন জিবরাঈল (আলাইহিস সালাম) বললেনঃ যে ঘরে ছবি বা কুকুর থাকে, সে ঘরে আমরা কখনও প্রবেশ করি না।
