আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৫৯
৩১৫২. ছবিযুক্ত কাপড়ে নামায পড়া মাকরূহ।
৫৫৩৪। ইমরান ইবনে মায়সারা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাযিঃ) এর নিকট কিছু পর্দার কাপড় ছিল, তা দিয়ে তিনি ঘরের একদিকে পর্দা ঝুলান। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ আমার থেকে এটা সরিরে নাও, কেননা এর ছবিগুলো আমার নামাযের মধ্যে বাঁধার সৃষ্টি করে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন