ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০২৭
এক বিক্রয়ে দুই বিক্রয় ও ঋণ বিক্রয় থেকে নিষেধাজ্ঞা
(২০২৭) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক বিক্রয়চুক্তির মধ্যে দুইটি চুক্তি করতে নিষেধ করেছেন (যেমন বলা: 'পণ্যটি আপনাকে বিক্রয় করলাম, যদি নগদ দাম দেন তবে এত টাকা দিবেন আর যদি বাকি করেন তবে এত দিবেন...')।
عن عبد الله بن مسعود رضي الله عنه: نهى رسول الله صلى الله عليه وسلم عن صفقتين في صفقة واحدة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০২৭ | মুসলিম বাংলা