ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০২৬
এক বিক্রয়ে দুই বিক্রয় ও ঋণ বিক্রয়** থেকে নিষেধাজ্ঞা
(২০২৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক বিক্রয়ে দুই বিক্রয় করতে নিষেধ করেছেন।
عن أبي هريرة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن بيعتين في بيعة

হাদীসের ব্যাখ্যা:

** বাইউল ঈনা বা ঋণ বিক্রয়ের পদ্ধতি হল, বিক্রেতা তার পণ্য কোনো ক্রেতার নিকট বাকিতে বিক্রয় করবেন। পণ্যটি ক্রেতাকে বুঝে দেওয়ার পরে, মূল্য পরিশোধের আগেই ক্রেতা আবার তা বিক্রেতার নিকট কিছুটা কম দামে নগদ বিক্রয় করবেন। এতে পণ্যটি বিক্রেতারই থাকবে। আর ক্রেতা বিক্রেতার নিকট থেকে যে পরিমাণ নগদ টাকা গ্রহণ করবেন তার চেয়ে বেশি টাকা পরবর্তীতে তাকে দান করবেন। এই ক্রয়-বিক্রয় মূলত সুদ লেনদেনের জন্য একটি বাহানা মাত্র। ফকীহগণ এইরূপ বেচাকেনা অবৈধ বলে উল্লেখ করেছেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০২৬ | মুসলিম বাংলা